চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত আ জ ম নাছির উদ্দীন ভ্যাটার্ন ফুটবল টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। বিকেল ৩ টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধনী খেলায় কাজল ফুটবল একাডেমি ও ১৬ নং চকবাজার ওয়ার্ড মুখোমুখি হবে। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হায়দার কবির প্রিন্স ও সদস্য সচিব মুজিবুল আলম চৌধুরী টুর্নামেন্টের সফল সমাপ্তিতে অংশগ্রহনকারী ৯টি দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।