চট্টগ্রামের সবগুলো মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রকে টিকার আওতায় আনা হচ্ছে। গত ২২ জানুয়ারি চট্টগ্রামের আর্ক মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। টিকা প্রদান অনুষ্ঠানে আর্ক মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের ডেভলপমেন্ট কো–অর্ডিনেটর রাকিবুল আজম, প্রোগ্রাম কো–অর্ডিনেটর দিদারুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্র গুলোকে টিকা কার্যক্রমের আওতায় আনার ব্যাপারে আর্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। কেননা এই রোগীগুলোকে টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়াটা অনেকটা দুরূহ কাজ। চট্টগ্রামের সিভিল সার্জনের বদান্যতায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের লোকজনকে সেন্টারে এনে টিকা প্রদান করা হয়েছে। যার ফলশ্রুতিতে রোগীগুলো করোনার ঝুঁকি থেকে মুক্ত থাকবে। এ ব্যাপারে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় পর্যায়ক্রমে আগ্রহী প্রত্যেকটি সেন্টারে টিকা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।