ভোলা ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভা

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আগ্রাবাদ এক্সেস রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে গত ২৭ নভেম্বর এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ভোলার সমাজসেবক জহুর আহমেদ সওদাগর ও আব্দুস ছাত্তার স্মরণে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি লায়ন আতিকুল্লাহ বাহারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শাহ আলম খান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি লায়ন আবুল কাশেম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম জহিরুল আলম, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক, বাংলাদেশ মেরিন একাডেমির সিইও খালেদ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক মো. নিজাম উদ্দিন, নূরনবী, মোহাম্মদ ওমর ফারুক কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান সেলিম, নাবির আহমেদ লিটন, সোহেল তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলী আরশাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষণার্থী ইমামদের মাঝে সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধজাগৃতির সভা