ভোর আসছে

অরুণ শীল | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

ভোর আসছে, ভোরকে ডাকছে শুকতারা

ভোর আসছে, ভোরকে ডাকছে ছোটোনদী

ভোর আসছে, ভোরকে ডাকছে বনপাখি

এত্তটুকুন ভোরের জন্য সবার আকুল আঁখি!

ভোর আসছে, ভোরকে ডাকছে মেঠো হাওয়া

ভোর আসছে, ভোরকে ডাকছে ফুলকুঁড়ি

ভোর আসছে, ভোরকে ডাকছে আমার মা

এত্তটুকুন ভোরের জন্য সবার কী প্রার্থণা!

ভোর আসছে, আজান হাঁকছে মুয়াজ্জিন

ভোর আসছে, জেগেছে মন্দির প্যাগোডা

ভোর আসছে, ডাকছে গির্জার ঘণ্টারা

এত্তটুকুন ভোরের জন্য সবাই পাগলপারা!

ভোর আসছে, আঁধার যাচ্ছে সরে সরে

ভোর আসছে, ফুটছে মোহন মধুর আলো

ভোর আসছে, আকাশের মুখে নতুন হাসি

এত্তটুকুন ভোর তোমাকে অনেক ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধউড়তে উড়তে
পরবর্তী নিবন্ধহীরা চুরি