ভোরে মাঠে নামছে ব্রাজিল-কলম্বিয়া

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:৪০ পূর্বাহ্ণ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ শুক্রবার নামছে কলম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিতে আসন্ন ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে। ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে এই ম্যাচ দিয়ে আত্মবিশ্বাস কুড়ানোর লক্ষ্যও থাকবে দরিভাল জুনিয়রের শিষ্যদের। চলতি মাসেই হতে যাওয়া দুই ম্যাচের জন্য গত ৬ মার্চ দল ঘোষণা করেছিলেন এই ব্রাজিলিয়ান কোচ। যদিও সেই দল থেকে পরে ছিটকে যান ১৬ মাস পর জাতীয় দলে ফেরা সুপারস্টার নেইমার জুনিয়র। নতুন করে পাওয়া পেশির চোটে তিনি আসন্ন দুটি ম্যাচ থেকেই ছিটকে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবার সমাপনী আজ
পরবর্তী নিবন্ধবাফুফের ৬২ কোটি টাকার বাজেট অনুমোদন