বীর চট্টলার দর্পণের ছবি
সংবাদপত্রের নয়নের মনি।
আমার প্রিয় তোমার প্রিয়
আজাদী চট্টগ্রামের জনপ্রিয়।
কবি প্রাবন্ধিক উপন্যাসিক
লেখক তৈরির প্রতিচ্ছবি।
প্রতিদিন ভোরে মেলো আঁখি
দরজায় ডাকে ভোরের পাখি।
ভোরের পাখি কথা বলে–
গ্রামেগঞ্জের–লোকালয়ের
দেশ–বিদেশের খবর আনে।
ফেইসবুকে সুখে দুঃখে
হাসি আনন্দ বিনোদনে
ক্রিকেট ফুটবল খেলার পানে।
ভোরের পাখি আজাদী
জন্মদিনে তোমায় ডাকি
আমরা সবাই ভোরের পাখি।
ছোষট্টি বছরে পথচলায়
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক
ইন্িজনিয়ার আবদুল খালেক
বংশপরম্পরায় মোহাম্মদ খালেদ ও
একুশে পদক বিজয়ী এম এ মালেক
বিদগ্ধ সাংবাদিক জ্ঞান উপাসক প্রণমি
অফুরন্ত ভালোবাসা আজাদীর প্রতি।