ভোরের কাগজ বন্ধ ঘোষণা

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

নব্বই দশকের শুরুর দিকের বাংলা দৈনিক সংবাদপত্র ভোরের কাগজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা ২০০১২০২৫ ইং তারিখ থেকে কার্যকর হবে। খবর বিডিনিউজের।

৩৩ বছরের পুরনো এই প্রত্রিকা বন্ধের খবর নিশ্চিত করে ভোরের কাগজের নির্বাহী সম্পাদক এ কে সরকার বলেন, যা শুনেছেন তা ঠিক আছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলব।

পূর্ববর্তী নিবন্ধআজ ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধমেনিনজাইটিস টিকা নিয়ে বেবিচকের নির্দেশনা