ভোরের আলো

পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:০৯ পূর্বাহ্ণ

ভোরের আলো চেয়ে পুবে চোখ রাখি

উৎসুকে দেখে যাই তা এলো কি!

ক্ষীণ আলোর মত দেখি এক রেখা

সামনে গিয়ে দেখি সে যে মরীচিকা।

চারিদিকে ভয়ার্ত পশুদের হাঁক

হুতুম প্যাঁচার চোখ, ভয়ার্ত ডাক

তবে কি অশুভ ক্ষণ আসছে এমন

কোথা যাই, কোন পথ, কোন সে গহন!

নিয়ন আলোর বাতি জ্বলে টিমটিম

মানিয়ে নিয়েছি ওটি, মাটির পিদিম।

তবু ভয় শঙ্কা আঁধার ঘনায়

আশারা কেন যে এত হতাশা ছড়ায়!

এই বায়ু জল মাটি সে ছিল সবার

স্বজন আপন প্রিয় আছে যার যার

হঠাৎ দমকা হাওয়া বলে উঠে, ‘এই,

মাটি জল বায়ু সেটি আর তোর নেই।’

এমন বললে তা কি মেনে নেয়া যায়?

মানবো না, তাই আজ মিছিলে সবাই।

পূর্ববর্তী নিবন্ধঅব্যক্ত
পরবর্তী নিবন্ধপাওয়া না পাওয়ার শেষ ইতিহাস