ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। করোনা চলে যাবে। একদিন সুন্দর সকালে সবাই পরীক্ষার হলে বসে লিখবো।পরীক্ষার পর ক্লান্ত বদনে সবাই এক কাপ প্রশান্তির চা পান করতে ঝুপড়িতে ছুটবে। কেউ কেউ দুপুরে এক পেট খাওয়ার জন্য চাকসুতে লাইনে দাঁড়াবে। খিচুড়ি আর ডিম হলেই চলবে তার। আবার কারো কারো শহরের দিকে ছুটে চলা শাটলে চড়ে ফিরতে হবে যান্ত্রিক জীবনে। ট্রেনের গায়ে গায়ে মেঘ নেমে আসবে শরতের কাশফুল মাখা দিগন্ত জুড়ে। কুঁড়ে ঘরে থাকা বধু উঁকি দিয়ে তাকিয়ে দেখবে বগির দরজায় বসে থাকা দুটো চড়ুই কে। কি সুদীর্ঘ পথ, চৌধুরী হাট জংশন! ক্যান্টনম্যান্ট আসতেই বেলা গড়িয়ে যাবে নীল আকাশের গায়। সৈনিকদের ধুপধাপ ল্যাফ্ট-রাইট-ল্যাফ্ট ট্রেনিং ধুলি উড়াবে পথ জুড়ে। হয়তো পথে পথে এগিয়ে আসতে চাইবে বাচ্চা টোকাই-পথশিশু গুলো।যাদেরকে বড্ড মায়া লাগে। হুট করে শাটলের যন্ত্র আঁকড়ে কেমনে কেঁচোর মতো লটকে চলে আসে শহরে। অবাক করা দৃশ্য। বুড়ি মহিলাও দুই বগির মাঝে হাত পা কুঁকড়ে বসে পড়ে। অবাক করা জীবনে অভ্যস্ত হয়ে যাবে সবাই আবারও! শুধু ক্যাম্পাস খোলার বাকি।সন্ধ্যে নামার আগেই বিজ্ঞান অনুষদের গায়ে থাকা সবুজ পাতাগুলো লজ্জাবতি হয়ে পড়বে। জারুলতলার গাছগুলো শান্ত বাতাসে সাঁই সাঁই করতে করতে,ছায়া দিতে দিতে এক সময় ক্লান্ত হয়ে পড়বে। কৃষ্ণচূড়া ঝরে পড়বে মায়াবী সন্ধ্যায়। শুধু ক্যাম্পাসে সুন্দরী মায়াবী আঁচল বিছানো নীল শাড়ি পরা ভাইভা দিতে আসা ললনাদের আসা বাকি,সমগ্র মুখরিত হয়ে পড়বে চবি। কালো সাদা ফরমাল-ইনফরমাল পোশাকে যুবক দের আসা বাকি, সবাই আজন্ম তাকিয়ে রবে সুদর্শন লাগছে তাই। শুধু অপেক্ষা একটা প্রহরের।একটা ভোর আসার বাকি। দেখা হবে প্রিয় তোমাদের সাথে, প্রাণের চবি তে।