ভোট সেন্টারে বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন

পূর্ব ষোলশহর ওয়ার্ডে মতবিনিময়ে ডা. শাহাদাত

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৮:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভোট সেন্টারে বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। ভোট আপনার পবিত্র আমানত। ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে আপনাদেরকে ভোট সেন্টারে গিয়ে ভোট প্রদান করতে হবে। তিনি গতকাল নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মাহবুবুল আলম, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, এম এ হাশেম রাজু, মঞ্জুরুল আলম মঞ্জু, কামরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম, বখতিয়ার প্রমুখ।
যুবদল : যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুক, চট্টগ্রাম মহানগর সভাপতি মোশারফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহদতসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। শনিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। নগর যুবদলের সি.সহ-সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সি.যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, এস এম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, মুছা, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দীন চৌধুরী নাছিম, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, জাহিদ হোসেন বাবু, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, হুমায়ুন কবীর, সেলিম উদ্দিন, রাশেদুল হাছান লেবু, আব্দুল হামিদ পিন্টু, দিপংকর ভট্টাচার্য, তৌহিদুল ইসলাম রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট কানেকটিং রোডে পণ্য সামগ্রী রেখে প্রতিবন্ধকতা, ৭ ব্যক্তিকে জরিমানা
পরবর্তী নিবন্ধইসলামী ছাত্রসেনার স্মারকলিপি প্রদান