ভোট : লটারিতে নির্বাচিত ৬৪ জেলার এসপি

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সব জেলার জন্য পুলিশ সুপার নির্বাচিত হলো লটারিতে। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বলেন, লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার নির্বাচিত হয়েছে। তবে ডিএমপির ব্যাপারে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। খবর বিডিনিউজের।

এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের আগে সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেদিন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। পুলিশের ক্ষেত্রে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য। তফসিলের পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত চিঠি দিয়ে থাকে ইসি। নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি শিগগিরই ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে।

তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাতে এলে সব ডিসিএসপিকে একযোগে বদলির দাবি সম্প্রতি ইসির কাছে তুলে ধরেছে জামায়েতে ইসলাম। সেক্ষেত্রে প্রয়োজনে লটারির মাধ্যমে প্রশাসন ও পুলিশে বদলি করার পরামর্শ দিয়েছেন দলটির নেতারা।

পূর্ববর্তী নিবন্ধথাকবেন ছয় দেশের ৭৫০ চিকিৎসক-গবেষক,চট্টগ্রামে হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
পরবর্তী নিবন্ধতুমি মুক্ত- দেখলাম পাশে বিশাল মাঠ, পরে জেনেছি শিলং