ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে প্রত্যাশা রেখেছেন প্রধান নিবাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গতকাল সোমবার বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছিলেন তিনি। এ সময় ভোটের পরিবেশ আছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা রাজনৈতিকদলসহ দেশের সকলেই ভোট চাই। সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। ভয় কেটে যাবে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, আপনারা দেখবেন ভয় কেটে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। আমরা কনফিডেন্ট, আমরা হাল ছাড়ি নাই। এগিয়ে যাব। ইনশাআল্লাহ।’ খবর বিডিনিউজের।
নাসির উদ্দিনের কথায়, ‘ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এ অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ।’ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পোস্টাল ব্যালট নিয়ে সিইসি বলেন, ‘আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই–বোনদের ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদের ভোটের ব্যবস্থা করেছি।’ নাসির উদ্দিন বলেন, দেশে ৫৪ বছরেপ্রথমবারের মত প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে। কিছু ভুল–ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট।’ এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব, ডাক বিভাগের সচিব ও মহাপরিচালক উপস্থিত ছিলেন।












