বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা এবং চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক গুরুত্বপূর্ণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৯ নভেম্বর সদরঘাট থানার ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন জিয়া ও সালাউদ্দিন এবং মোহাম্মদ আলী। ২৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মো. নাসির, জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মো. রবিউল হোসেন, মাহবুব আলী, ইলিয়াস রাশেদ, সুমন মাহমুদ চৌধুরী, শামীম রেজা, মো. রহমান, মো. আশরাফ, ডাঃ লোকমান, জাবেদ রহিম, হারেজ লেদু, মো. জসিমুল হক, এরশাদ, হোসেন, মো. ইকবাল, সেলিম সম্রাট, আবদুর রব খোকন, মামুন খান, মো. খোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী সকলকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার জন্য জোর আহ্বান জানান। সভা শেষে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












