ভোট দিয়ে নওফেল বললেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে’

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর নগরের আন্দরকিল্লা মুসলিম অ্যাডুকেশন সোসাইটি বিদ্যালয়ে কেন্দ্রে যান তিনি।

ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি জনগণকে নির্বাচন বর্জনের ডাক দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে।

আমি সব ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাই।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার থানাধীন ১৫ থেকে ২৩ নম্বর ওয়ার্ড এবং ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৯৪৭ জন। এর মধ্যে দুই লাখেরও বেশি ভোটার বাকলিয়ার।

এই আসনে এবার মোট প্রার্থী সাতজন। নৌকার নওফেল ছাড়া অন্যরা হলেন- জাতীয় পার্টির সানজিদ রশিদ চৌধুরী, ন্যাপের মিটুল দাশগুপ্ত, ইসলামিক ফ্রন্টের মো. ওয়াহেদ মুরাদ, ইসলামী ফ্রন্টের আবু আজম, কল্যাণ পার্টির মুহাম্মদ নূরুল হোসাইন ও তৃণমূল বিএনপির সুজিত সাহা।

পূর্ববর্তী নিবন্ধপরিবারকে সাথে নিয়ে সীতাকুণ্ডে ভোট দিলেন নৌকা প্রার্থী মামুন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ