ভোট দিতে পারলেন না মমতার ভাই, তালিকায় নাম নেই

| মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৯:৪৪ পূর্বাহ্ণ

লোকসভা ভোটের কয়েকদিন আগেই শিরোনামে উঠে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের (বাবুন) নাম। প্রকাশ্যে মুখ্যমন্ত্রী নিজের ছোট ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাকে পরিবার থেকে ত্যাজ্য করেছেন বলে জানিয়েছিলেন মমতা। সেই ভাই বাবুন চলতি লোকসভা নির্বাচনে নিজের ভোটটাও দিতে পারলেন না। হাওড়া সংসদীয় আসনের ভোটার বাবুন। সোমবার (২০ মে) লোকসভার পঞ্চম ধাপের নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু তালিকা দেখে অবাক হয়ে যান বাবুন। তার নামের ওপর লেখা ডিলিটেড। তাই ভোটই দেওয়া হলো না বাবুনের। খবর বাংলানিউজের।

২০২২ সালে এই আসনে ভোটার হয়েছেন বাবুন। এদিন ভোট দিতে না পারায় সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পেরে মর্মাহত বাবুন বলেন, আমার মাথায় ঢুকছে না কী হলো! ২০২২ সালে ভোটার হয়েছি। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া তো অধিকার। কেন এমন হলো, আমি নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চাইছি।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ৭০.১৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি