ভোট চুরির সব কৌশল প্রতিহত করা হবে : আমীর খসরু

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির যত ধরনের কৌশল পড়ুক না কেন তা প্রতিহত করা হবে। প্রতিহত করে জনগণের ভোট অনুষ্ঠিত হবে।

আর যারা ভোট চুরিতে সহযোগিতা করবে তাদের জনগণের সম্মুখীন হতে হবে। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গতকাল বুধবার ঢাকার নয়া পল্টনের সমাবেশে এই কথা বলেন তিনি। খবর বাংলানিউজের।

সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাঁয়তারা করছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, আজকে দেশের সংবিধানকে তছনছ করা হয়েছে। কেটে ছিঁড়ে চুরমার করা হয়েছে। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন করা সম্ভব হবে না।

এক দফা কর্মসূচির মাধ্যমে এই সরকারকে প্রতিহত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

পূর্ববর্তী নিবন্ধগোডাউনে মিলল ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াশ, জরিমানা
পরবর্তী নিবন্ধ৩২ ব্যবসায়ীর প্রার্থিতা বাতিল