ভোট ঘিরে আওয়ামী লীগের আয়ে উল্লম্ফন

২০২৩ পঞ্জিকা বছরে দলটির আয় ২৭ কোটি ১৪ লাখ টাকা | শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের কোষাগার। ২০২৩ পঞ্জিকা বছরে দলটি ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা আয় দেখিয়েছে, যেখানে আগের বছরে এই পরিমাণ ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। আওয়ামী লীগ গত বছরের ব্যয় দেখিয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। তাতে উদ্বৃত্ত থেকেছে ১৭ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর বছর শেষে স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান গতকাল বৃহস্পতিবার ২০২৩ পঞ্জিকা বছরের নিরীক্ষিত এই হিসাব প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। খবর বিডিনিউজের।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর আওয়ামী যে ২৭ কোটি টাকা আয় করেছে, তার মধ্যে ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা এসেছে কেবল মনোনয়ন ফরম বেচে। অন্যান্য ফরম বেচে এসেছে ২ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা। মাসিক চাঁদা বাবদ আয় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা। মেঘনা ব্যাংক অনুদান হিসেবে দিয়েছে ১ কোটি ১ লাখ টাকা।

এর আগে ২০২২ পঞ্জিকা বছরে দলটি ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা আয় দেখিয়েছে। আর ব্যয় দেখিয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। ২০২১ সালে আওয়ামী লীগের আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১৬৬ টাকা, তহবিল থেকে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা ব্যয় দেখানো হয়েছিল।

মহামারীর প্রথম বছর ২০২০ সালে ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা আয় দেখিয়েছিল আওয়ামী লীগ। আর ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। ২০১৯ সালে আওয়ামী লীগের আয় ছিল ২১ কোটি টাকা। আর তার আগে একাদশ সংসদ নির্বাচনের বছর ২০১৮ সালে ২৪ কোটি টাকা আয় দেখিয়েছিল দলটি।

নির্বাচন কমিশনে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান।

পূর্ববর্তী নিবন্ধএখনো স্পষ্ট নয় পুলিশের কাছে বললেন ডিবির হারুন
পরবর্তী নিবন্ধবেসরকারি হাসপাতালে খালেদার চিকিৎসার দায় সরকারের নয় : পররাষ্ট্রমন্ত্রী