ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আজ থেকে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

চসিকের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে ৭ অক্টোবর ভোট গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে আজ রোববার থেকে দুদিনব্যাপী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। মোট ২৮৭ জন ভোট গ্রহণ কর্মকর্তার (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা) প্রশিক্ষণ আজ কাজেম আলী হাই স্কুলে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।
চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন বলেন, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮৭ জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হচ্ছে ৩ অক্টোবর থেকে কাজেম আলী হাই স্কুলে। ভোটের আগে ৫ অক্টোবর ১৫ কেন্দ্রে ইভিএমে মক ভোটিং অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোট কেন্দ্রে আগামী ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারী আবুল খায়ের জানান, ইভিএমের পূর্ণাঙ্গ সরঞ্জাম যাবে ৬ অক্টোবর।

পূর্ববর্তী নিবন্ধমানুষ কর্মের মাধ্যমে যুগে যুগে বেঁচে থাকে
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ডিএমডি হলেন লতিফ হাসান