ভোট কেন্দ্রে হামলা চসিক নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস

আহত ছাত্রলীগ নেতা ইভানের পাশে নওফেল

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, ২৭ জানুয়ারি চসিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি-জামায়াত অনুসারীরা পরিকল্পিতভাবে বিভিন্ন ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে আমাদের অনেক নেতাকর্মী ক্ষত-বিক্ষত হয়েছেন। এই ঘটনায় দামপাড়া পুলিশ লাইন ভোট কেন্দ্রের সম্মুখে বিএনপির মিছিল থেকে অতর্কিত হামলায় আহত হয়েছেন অনেকেই। এর মধ্যে ছিলেন আমাদের দলীয় কর্মী ও ছাত্রলীগ নেতা তানভীর ফয়সাল ইভান। তারা যে দলেরই হোক না কেন যারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যারা আহত বা ক্ষত বিক্ষত হয়েছেন তাদের চিকিৎসা সেবা ও পরিচর্যার জন্য আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে যতটুকু কর্তব্য তা পালন করব। তিনি আরো বলেন, সন্ত্রাস করে দলের মধ্যে থাকুক বা দলের বাইরে থাকুক তারা কেউ পার পাবেন না। আমি বিশ্বাস করি প্রশাসন এ ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করবে।
তিনি গত ৩০ জানুয়ারি ছাত্রলীগ নেতা তানভীর ফয়সাল ইভানকে তার বাসভবনে দেখতে যান এবং তার পরিবারের সাথে কুশল বিনিময়ে এ সব কথা বলেন। এ সময় ব্যারিস্টার নওফেল এম.পি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এর আগের দিন ২৯ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এম.রেজাউল করিম চৌধুরী চসিক নির্বাচনী প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা তানভীর ফয়সাল ইভানকে দেখতে তার বাসায় যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক ও স্থানীয় নব নির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধচুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা