ভোট : এবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৮১টি স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এগুলোর নিবন্ধনের মেয়াদ থাকবে পাঁচ বছর। গতকাল সোমবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

এবার পর্যবেক্ষক হতে আগ্রহী তিন শতাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। এরমধ্যে ৮১টি চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংলাপও করেছে ইসি। ইসির কর্মকর্তারা বলেন, ৬ নভেম্বর ৬৬টিকে এবং দ্বিতীয় ধাপে ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে ৪ ডিসেম্বর নিবন্ধন দেওয়া হয়। ২০৩০ সাল পর্যন্ত এসব প্রতিষ্ঠান জাতীয় ও স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক দিতে পারবে। খবর বিডিনিউজের।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ ও গণভোট একই দিনে হবে। গণভোট পর্যবেক্ষণেরও সুযোগ থাকবে এবার। দুই ভোটের তফসিল চলতি সপ্তাহের শেষে ঘোষণা করার কথা রয়েছে।

ম্যানুয়েল ছাপাতে দেরি : তফসিলের অপেক্ষার মধ্যে নির্বাচন পরিচালনার ম্যানুয়াল এখনও ছাপার কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। গতকাল ইসির সচিব আখতার আহমেদ বলেন, আরপিওর সবশেষ সংশোধন, নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনীএ তিনটি জিনিস আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে আসেনি। এজন্য নির্বাচন পরিচালনা ম্যানুয়াল ছাপানো হয়নি। তিনটা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে। তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। সচিব বলেন, আমাদের অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল তা চূড়ান্ত এবং ভোটার তালিকা চূড়ান্ত করে লিংক দেওয়া হয়েছে উপজেলা পর্যন্ত, এখন সেই লিংক অনুযায়ী তারা কাজ করছেন। আর বাকিটুকুতো আরও কিছু কাজ আছে যেমন আইসিপিভি এবং ওসিভি’র ভোটার তালিকাগুলোকে চূড়ান্ত করার এ কাজটা পরে হবে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ প্রতিরোধ দেখিয়েছে দমন-পীড়ন কাঠামো স্থায়ী নয় : ইফতেখারুজ্জামান