অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। গতকাল শনিবার রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি অব্যাহতিপত্র জমা দেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন জানিয়েছেন। তিনি বলেন, রাত ৯টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি অব্যাহতিপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে দেওয়া এই অব্যাহতিপত্র রোববার (আজ) সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। রাতে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে বলেও সুমন জানান। খবর বিডিনিউজের।












