বর্তমান সরকারের অধীনে বিএনপি ভোটে যাবে কিনা– দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নে ‘না’ বলেছেন নেতা–কর্মীরা। তাদের ‘মতামত পেয়ে’ পরে বিএনপি নেতা বলেন, ‘তামাশার’ নির্বাচন হতে দেবে না জনগণ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেব গতকাল শনিবার সারা দেশের থানায় থানায় ‘নীরব পদযাত্রা’ করে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে বিকালে উত্তরা পূর্ব থানার আউয়াল এভিনিউ সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন ফখরুল। এরপর হয় পদযাত্রা। খবর বিডিনিউজের।
‘এই সরকারের অধীনে কি আবার নির্বাচনে যাব?’- বক্তৃতার সময় নেতা–কর্মীদের কাছে জানতে চান ফখরুল। জবাবে চিৎকার করে সবাই বলেন, না। ফখরুল বলেন, মানুষ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সবার আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তবেই নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই কমিশনের মাধ্যমেই জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করতে হবে।