ভোটে প্রয়োজন হবে সাড়ে ১৪ হাজার ব্যালট বাক্স, মজুত ১৬ হাজার

চট্টগ্রামের ১৬ আসনের জন্য চাহিদাপত্র তৈরী

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী ভোট গ্রহণের লক্ষ্যে সংসদীয় আসনগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্সের চাহিদাপত্র তৈরী করা হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে কি পরিমাণ স্বচ্ছ ব্যালট বাক্স লাগবে সেই চাহিদাপত্র জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে তৈরী করা হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য ১৪৩৫২টি স্বচ্ছ ব্যালট বাক্সের প্রয়োজন হবে। সেই হিসেবে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে চাহিদাপত্র তৈরি করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

খবর নিয়ে জানা গেছে, এখন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের স্টোরে এবং বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসের স্টোরে ১৫ হাজার ৯৪৪টি স্বচ্ছ ব্যালট বাক্স মজুত আছে। সুতরাং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণের নির্বাচন কমিশন থেকে স্বচ্ছ ব্যালট বাক্স পাঠাতে হবে না। চট্টগ্রামে প্রয়োজনের চেয়ে বেশি ব্যালট বাক্স মজুত আছে বলে জানান জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, প্রত্যেক ভোটকক্ষের জন্য একটি করে স্বচ্ছ ব্যালট বাক্স দেয়া হয় এবং প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একটি অতিরিক্ত হিসেবে ব্যালট বাক্স দেওয়ার নির্দেশনা থাকে। কোন ভোটকক্ষে একই সঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যায় না।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৯৬৫টি ভোটকেন্দ্র এবং ১২৩৮৭টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। সে হিসেবে আগামী নির্বাচনে চট্টগ্রামে মোট ১৪ হাজার ৩৫২টি স্বচ্ছ ব্যালট বক্স লাগবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০ অক্টোবর চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৯৬৫টি ভোটকেন্দ্র এবং ১২৩৮৭টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে এবার ভোটকেন্দ্র কমেছে ৫৮টি এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে ১৩৪৫টি। প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১২৩৮৭টি বুথের মধ্যে পুরুষ বুথের সংখ্যা ৫৮৪৫টি এবং মহিলা বুথের সংখ্যা ৬৬৪২টি। এরমধ্যে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৮৫৭টি।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনে ১৯৬৫টি ভোটকেন্দ্রের জন্য ১৯৬৫ জন প্রিজাইডিং অফিসার এবং ১২৩৮৭টি ভোটকক্ষের জন্য ১২৩৮৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২৪৭৭৪ পোলিং অফিসারসহ আরও অতিরিক্ত ১০ শতাংশ ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি করা হবে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যদি ভোট গ্রহণকালে কোনো ভোটকক্ষে একটি ব্যালট বাক্স পূর্ণ হয়ে যায় তখন অন্য একটি ব্যালট বাক্স দেওয়া হয়। তখন প্রিজাইডিং অফিসার এ ব্যালট বাক্স তার নিজের স্বাক্ষর ও সিল মেরে এবং উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্ট বা পোলিং এজেন্টদের মধ্যে যারা ইচ্ছুক তাদের সিল বা দস্তখত নিয়ে সিল করে দেন এবং বাক্সকে একটি সুরক্ষিত স্থানে রাখেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই করবে এনসিপি
পরবর্তী নিবন্ধফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : সালাহউদ্দিন