‘ভোটে নির্বাচিত সরকারই জনগণের উন্নয়নে শতভাগ ভূমিকা রাখতে পারে’

সাতকানিয়ায় ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেছেন, সংসদে বসেই দেশের সকল সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। অনির্বাচিত নয়, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই জনগণের উন্নয়নে শতভাগ ভূমিকা রাখতে পারে। যা অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। আর জনগণের জীবন মান উন্নয়নে বিএনপির মত শক্তিশালী নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন। অনির্বাচিত সরকার থাকলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে হয়ে এ সোনার বাংলা একদিন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। ফলে অতীতের ন্যায় দেশের জনগণের দুঃখকষ্ট থেকেই যাবে।

শুক্রবার রাতে সাতকানিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন শেখ মো. মহিউদ্দিন।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, সহআইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক রমজান আলী চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও দক্ষিণ জেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না।

দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সাজেদুল আলম মিন্টুর সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, আবুল হোসেন, হাজী আহমদ কবির, আবদুল গফুর, ফরিদুল আলম, নজরুল ইসলাম, আবুল কাশেম, ইদ্রিস বাবুল, হাসান আলী, দিদারুল আলম, জোনাইদুল হক চৌধুরী মকসুদ, আব্দুর রহমান, ইলিয়াস মানিক, মো. ইসমাইল, এনামুল হক, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, আরিফ মইনুদ্দিন শিপন, তৌহিদুল ইসলাম চৌধুরী, ওমর করিম, রেজাউল করিম রেজা, মোহাম্মদ ইদ্রিস, আবু হানিফ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সায়েম, আহমদ সৈয়দ, মো. রতন, নাজিম উদ্দিন ও এরশাদ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর কে মিউজিক একাডেমির রজতজয়ন্তী উদযাপন
পরবর্তী নিবন্ধফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও বই বিতরণ