২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র নির্বাচনের ফলাফল গত ১ অক্টোবর বাতিল করে আদালত। একই সাথে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। পরে ৮ অক্টোবর তাকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এবং ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন ডা. শাহাদাত হোসেন।