ভোটের মাধ্যমে হারানো অধিকার ফিরিয়ে আনব

শীতবস্ত্র বিতরণে আবু সুফিয়ান

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম৯ সংসদীয় আসনের বিএনপি থেকে এমপি প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ভোটের মাধ্যমে আমরা আমাদের হারানো অধিকার ফিরিয়ে আনব। জনগনের সমর্থন আমাদেরকে নিরাশ করবে না। তিনি আরো বলেন,শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে চসিক এবং স্থানীয় রাজনৈতিক নেতারা সামাজিক দায়িত্ববোধ ও মানুষের পাশে থাকার উদাহরণ স্থাপন করেছেন। তিনি গতকাল শনিবার ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী পারভেজের সভাপতিত্বে ও সালাহউদ্দিন বাসুর উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণে একথা বলেন। এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী নবাব খান। উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু, আনোয়ার হোসেন লিপু,আক্তারুজ জামান রাশেদ, নাজমুল হক নাজু,নুরুল আলম কালু,আবদুল মান্নান,ইয়াকুব খান,জনি,স্বাদ,মানিক সরকার,ওমর ফারুক, আনিস,বিপ্লব,ফেরদৌস, বেলাল,সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পৃথক অভিযানে জরিমানা
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের পরামর্শ সভা