ভোটের মাঠে সমতা রক্ষা হচ্ছে না : ইসিকে জামায়াত

‘দলীয় প্রধানদের প্রটোকল, নিরাপত্তার ক্ষেত্রেও সমতা রক্ষা করা হচ্ছে না’

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগের মধ্যে জামায়াতে ইসলামী ফের বলেছে, ভোটের মাঠে সমতা রক্ষা হচ্ছে না। দলটির অভিযোগ, একদিকে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না, তাদের হয়রানির জন্য জরিমানার নোটিস দেওয়াসহ নানা কার্যক্রম চালানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই অভিযোগ করেছে। খবর বিডিনিউজের।

বৈঠকের পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাদের অভিযোগের কাগজের স্তুূপ পড়ে আছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দলীয় প্রধানদের প্রটোকল, নিরাপত্তার ক্ষেত্রেও সমতা রক্ষা করা হচ্ছে না।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মৌলিক কতগুলো দাবি ছিল। তার একটি হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। ২২ জানুয়ারির আগে এখন প্রচারপ্রচারণা হওয়ার কথা নয়। কিন্তু বেশকিছু এলাকায় প্রার্থীরা, বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছেন নির্বাচনি প্রচারপ্রচারণা। জামায়াত নেতা আযাদ দাবি করেছেন, তাদের দলের প্রার্থীরা এখন নির্বাচনি প্রচার করছেন না, দলীয় সভা সমাবেশ করছেন, এটা নির্বাচনে বাধা নয় বলে দাবি করেন তিনি। তিনি বলেন, সেই জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। স্বতোঃপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি কর্মকর্তারা হয়রানি করছেনএই অভিযোগটা আছে। আর আমরা অভিযোগ দায়ের করেছি, কাগজের স্তুপ পড়ে আছে; কোনো অ্যাকশন নাই। তাহলে এখানে নির্বাচনি সমতা রক্ষা করা হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র রক্ষার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেন বেগম খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধদেশের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম চায় বিএনপি