কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের লড়াইয়ে এবার মাঠে নেমেছেন আলোচিত দুই নেত্রী। তারা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোমেনা আকতার নয়ন ও সাধারণ সম্পাদক বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি। দীর্ঘদিন ধরে তারা বঙ্গবন্ধুর আদর্শের সারথী হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মাঠে লড়লেও এবার প্রতিপক্ষ হয়ে লড়ছেন। আগামী ২ নভেম্বর কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে বানাজা বেগম নিশি হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোমেনা আকতার নয়ন কলসী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই পদে এ দুই নেত্রীর ভোটের লড়াই বেশ জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ৫ ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের কাছে ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তারা।
গত উপজেলা নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বানাজা বেগম নিশি। এর পূর্বে তিনি উপজেলার চরপাথরঘাটায় সংরক্ষিত আসনের মহিলা মেম্বারের দায়িত্বও পালন করেছেন। অপরদিকে মোমেনা আকতার নয়ন অবিভক্ত পটিয়ার জিরি ইউনিয়নে ১০ বছর ও পরবর্তীতে পৃথক উপজেলা ঘোষিত হওয়ার পর কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নে ৫ বছরসহ ১৫ বছর সংরক্ষিত মহিলা আসনের ইউপি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
এ বিষয়ে বানাজা বেগম নিশি বলেন, আমার ভোটের মাঠ অনেকটা মসৃণ। জনগণের জোর দাবির মুখে আমি দ্বিতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছি। জনগণ গত পাঁচ বছরের সেবা ও সহযোগিতার কথা বিবেচনা করে আবারও হাঁস প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন।
মোমেনা আকতার নয়ন বলেন, উপজেলার পাঁচ ইউনিয়নে ডোর টু ডোর গণসংযোগ করে যাচ্ছি। প্রচারপত্র বিলি করছি। কর্ণফুলীর আগামীর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা নিয়ে ভোটের মাঠে নেমেছি। জনগণ কলসি প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।