ভোটের মাঠের পাশাপাশি রাজপথেও হচ্ছে সক্রিয়

চট্টগ্রামে আওয়ামী লীগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

আগামী জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। দলগুলো ভেতরেভেতরে ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। ভোটারদের মধ্যে হিসাবনিকাশ চলছে কোন সংসদীয় আসনে কে কে পেতে পারেন দলীয় মনোনয়ন। ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) সহ অন্যান্য দলগুলো আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নসহ যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠের পাশাপাশি বিএনপির সরকার বিরোধী এক দফা আন্দোলন রাজপথে মোকাবেলার জন্য রাজপথেও সক্রিয় হচ্ছে।

নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, আমরা আগেও বলেছি নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে করা হবে। সংবিধানের মধ্য থেকে আমরা সবকিছু করছি। আমরা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে কাজ করছি। নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানান কর্মসূচি নিয়ে রাজপথে নিয়মিত সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। বিএনপিজামায়াতের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ সরকার বিরোধী আন্দোলনের নামে যে কোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় মাঠে নামারও জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং উত্তর জেলা আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সাংগঠনিক কর্মসূচি জোরদার করেছে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরো সক্রিয় করার তোলার উদ্যোগ নিয়েছে।

গত ২০ সেপ্টেম্বর মহানগর আওয়ামী তৃণমূলের বর্ধিত সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিএনপিজামাত চক্রের নাশকতা ও হিংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলার জন্য নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলের সকল স্তরের নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ স্কোয়াড গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে শুধু দলের জন্য বড় বিপদ নয়, সবচেয়ে বড় বিপদ হবে বাংলাদেশের। তাই জাতীয় অস্তিত্ব রক্ষায় মরণপণ লড়াইয়ের জন্য মাঠে নামার প্রস্তুতি রয়েছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশিবিদেশি অপশক্তির নীলনকশার বিরুদ্ধে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। তিনি বলেন, বিএনপিজামাত চক্রের নাশকতা ও হিংসাত্মক কর্মসূচী রাজপথে মোকাবেলার জন্য নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলের সকল স্তরের নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ স্কোয়াড গড়ে তোলা হবে।

এদিকে গত ১৬ সেপ্টেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

সংগঠনকে আরো গতিশীল করার জন্য জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিটি উপজেলা ভিত্তিক সাংগঠনিক টিম গঠনসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার সিদ্ধান্ত হয়। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দলের ঐক্য, শৃক্সখলা সূদৃঢ় করাসহ বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে বিএনপিজামায়াতের নাশকতামূলক যে কোনো কর্মকাণ্ড রাজপথে মোকাবেলায়ও সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধতিন দফা আবেদন শেষেও কলেজ পায়নি সাড়ে ৭ হাজার শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ছাড়াল