ভোটের পরিবেশ বানচালের নীলনকশা, বলছে বিএনপি

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

ঢাকা৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার দাবি করেছে বিএনপি। গতকাল শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়। খবর বিডিনিউজের।

বিবৃতিতে বলা হয়, এই আক্রমণ সুদুরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনি পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীলনকশা। দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে হিংস্র সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিএনপি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে এবং গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদির আশু সুস্থতা কামনা করছে।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বঙ কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন হাদি। পুলিশ বলছে, হামলাকারীরা তিনটি মোটরসাইকেল নিয়ে এসেছিল। তারা হাদিকে গুলি করে পালিয়ে যায়।

বিএনপি বলছে, ২০২৪ সালের জুলাইআগস্ট ছাত্রজনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত ও স্বচ্ছ তদন্ত চান জামায়াতের আমির
পরবর্তী নিবন্ধপ্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ আজ থেকে