চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভার এক পর্যায়ে সুযশ কান্তি বড়ুয়া নামে এক কর্মকর্তা বলেন, নির্বাচনের দিন যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোটের আগের দিন ও ভোট গ্রহণের দিন গণনা শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের উপস্থিত থাকতে হয়। নির্বাচন শেষ করে ভোটগ্রহণ কর্মকর্তাদের বাসায় যাওয়ার জন্য কোনো পরিবহন ও নিরাপত্তা থাকে না। এগুলোর ব্যবস্থা করা যায়?
এই প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না। কোনো যানবাহন চলাচল বন্ধ রাখা হয়নি। গাড়ি চলাচল ও অফিস আদালত যথারীতি চলবে। শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে যদি কোনো ভোটার থেকে থাকে তাহলে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।