ভোটের দিন সাধারণ ছুটি থাকছে না

আজাদী প্রতিদেন | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভার এক পর্যায়ে সুযশ কান্তি বড়ুয়া নামে এক কর্মকর্তা বলেন, নির্বাচনের দিন যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোটের আগের দিন ও ভোট গ্রহণের দিন গণনা শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের উপস্থিত থাকতে হয়। নির্বাচন শেষ করে ভোটগ্রহণ কর্মকর্তাদের বাসায় যাওয়ার জন্য কোনো পরিবহন ও নিরাপত্তা থাকে না। এগুলোর ব্যবস্থা করা যায়?
এই প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না। কোনো যানবাহন চলাচল বন্ধ রাখা হয়নি। গাড়ি চলাচল ও অফিস আদালত যথারীতি চলবে। শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে যদি কোনো ভোটার থেকে থাকে তাহলে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচারজনের মৃত্যু, নিখোঁজ ৮
পরবর্তী নিবন্ধসিইসি চট্টগ্রামে আসছেন আজ