চট্টগ্রাম নগরীর মৌলভী পুকুর পাড় এলাকায় ভোটের দিন রাস্তায় ককটেল বিস্ফোরণ, গাড়ী ভাংচুর ও টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার ১২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৮ জানুয়ারি) চান্দগাঁও থানায় The Special Power Act, 1974 Sec 15(3) তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক আইনের ৩ ধারায় এ মামলা করা হয়।
এর আগে ৭ জানুয়ারি (রবিবার) চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়স্থ আল হেকমত ইন্টারন্যাশনাল স্কুলের সামনে পাকা রাস্তায় এই পুলিশের সাথে বিএনপির এ সংঘর্ষের ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ বানচালসহ সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোট কেন্দ্রে প্রবেশ করে দরজা, জানালা ভাঙচুর, রাস্তায় ককটেল বিস্ফোরণ, রাস্তায় গাড়ী ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতঃ নাশকতা করে জনমনে ভীতি সৃষ্টি, ষড়যন্ত্র ও অর্ন্তঘাতমূলক কর্মকান্ড করার অভিযোগে ৪৫ জনের উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, গ্রেফতার সবাই বিএনপি নেতাকর্মী। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।