ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন : অলি আহমদ

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আমাদের আন্দোলন জনগণের মানবাধিকার, অর্থনৈতিক অধিকার, ন্যায় বিচারের অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আমরা মানুষকে স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিতে চেষ্টা করছি। ১৮ কোটি মানুষের মুক্তির জন্য এবং দেশকে প্রকৃত অর্থে স্বৈরাচারমুক্ত করার জন্য অবরোধ কর্মসূচি দিয়েছি।

গতকাল শনিবার জুমার পর এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনে নিহত, আহত নেতাকর্মী ও গার্মেন্টস শ্রমিক নিহতের ঘটনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।

অলি আহমদ বলেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে পদদলিত করেছে। ন্যায় বিচার ও মানবাধিকারকে নির্বাসিত করেছে। দেশের অর্থনীতিকে ভয়ংকর পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিরোধীদলের লাখ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে এবং প্রতিনিয়ত দিচ্ছে।

এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য দেনদলটির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, . নেয়ামূল বশির, . আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এস এম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় রপ্তানি ট্রফি লাভ করেছে এন আর গ্রুপ
পরবর্তী নিবন্ধ১৯ স্থানে মহানগর আ. লীগের অবস্থান কর্মসূচি আজ