বাবা বাংলাদেশী ও মা রোহিঙ্গা হওয়ায় ভোটার নিবন্ধনের ছবি তুলতে এসে ধরা পড়েছে কোহিনুর আকতার নামের এক যুবতী। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাতুরীখোলা এলাকার মোহাম্মদ ছিদ্দিকের মেয়ে। তবে মা ছেনোয়ারা বেগম মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। গতকাল রোববার সকালে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে ছবি তুলতে এলে তার তথ্যাদি ভুয়া ও জালিয়াতি প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম তাকে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে। উপজেলা নির্বাচন অফিসার
মো. বেদারুল ইসলাম বলেন, আটককৃত যুবতী মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে কাগজপত্র সংগ্রহ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চেষ্টা করে। তবে বিষয়টি আইনসম্মত না হওয়ায় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করেন।