ভোটার আইডি কার্ড সংশোধনী ২৯ অক্টোবর পর্যন্ত বর্ধিত

চিটাগাং চেম্বার নির্বাচন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন২০২৫ এর ভোটার আইডি কার্ড সংশোধনী আগামী ২৯ অক্টোবর বুধবার বিকাল ৪টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে যে সকল প্রতিষ্ঠান ভোটার আইডি কার্ড সংগ্রহ করেননি। প্রতিষ্ঠানসমূহকে উল্লেখিত সময়ের মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের হালনাগাদ অরিজিনাল সার্টিফিকেট প্রদর্শনপূর্বক আইডি কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আগামী ২৯ অক্টোবর এর পর ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে না। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটার আইডি কার্ড প্রদর্শন ব্যতীত ভোট প্রদানের সুযোগ থাকবে না। আইডি কার্ডে কোন সংশোধনী নেই, সেই সকল কার্ড ১ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করে ভোট প্রদান করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধহালদার সংযুক্ত খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার
পরবর্তী নিবন্ধসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে ওয়ান স্টপ সার্ভিসের সুবিধা পাচ্ছেন না উদ্যোক্তারা