ভোটারদের ধন্যবাদ জানিয়ে জয় দাবি এরদোয়ানের

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৪:৪০ পূর্বাহ্ণ

ইস্তাম্বুলে একে পার্টির সদরদপ্তরের সামনে উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় তার হাতে আরো পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনভার তুলে দেওয়ায় ভোটারদের ধন্যবাদ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি তার একটি প্রচার বাসের উপর থেকে বক্তৃতা দেন। বলেন, ‘শুধুমাত্র তুরস্কের জয় হয়েছে।’ নতুন প্রেসিডেন্ট বেছে নিতে গতকাল রোববার তুরস্কে রানঅফ ভোট হয়। গত রাত দেড়টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়নি। তবে আল জাজিরা জানিয়েছে, তখন পর্যন্ত ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিরিচতারোলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট

রানঅফ ভোটের আগে গত ১৪ মে’র প্রাথমিক ভোটেও এরদোয়ানই এগিয়ে ছিলেন। কিন্তু অল্পের জন্য রানঅফ এড়াতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে সেবার তিনি ব্যর্থ হন। পেয়েছিলেন ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন দেশটির তরুণ ভোটাদের পছন্দের প্রার্থী কেমাল কিরিচতারোলু। গতকাল এই দুইজনের মধ্যে রানঅফ ভোট হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরদোয়ান জয় দাবি করলেও এখন পর্যন্ত তাকে চ্যালেঞ্জ জানিয়ে কোনো বক্তব্য দেননি কিরিচতারোলু। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসহযোগিতার জন্য বিদেশি বন্ধু আছে, প্রভু নয় : কাদের
পরবর্তী নিবন্ধশিশুকন্যাকে বাঁচাতে গিয়ে জিপচাপায় বাবার মৃত্যু