চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভোটাধিকার রক্ষার লড়াইয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একদলীয়ভাবে দেশ চালাচ্ছে। দেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র পরিণত করেছে। মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত। এই সরকারের অধীনে প্রতিটি নির্বাচনেই একদলীয়, প্রহসনমূলক, ভোটারবিহীন, একতরফা নির্বাচন হয়েছে। সরকারদলীয় সন্ত্রাসীরা ভোটের দিন কাউকে সেন্টারে যেতে দেয়নি। তারা দিনের ভোট রাতে সিল মেরেছে। ভোট কি মানুষ তা ভুলে গেছে। নতুন প্রজন্ম ভোটকি জিনিস তা জানে না। তাই এই সরকারের অধীনেই আর কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না। নির্দলীয় সরকারের অধীনেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি গতকাল শনিবার বিকেলে নিজ কার্যালয়ে বাকলিয়া থানা বিএনপি ও ওয়ার্ড নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের করুণ অবস্থার কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমআই চৌধুরী মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন হাজী নবাব খান, ইব্রাহিম বাচ্চু, আলী ইউসুফ, মোহাম্মদ আলমগীর, মো. সেকান্দর, আব্দুল্লাহ আল সগীর, ইয়াকুব চৌধুরী নাজিম, হাজী এমরান উদ্দিন, জমির উদ্দিন বাবলু, হাজী মোহাম্মদ ইউনুস, এস এম পারভেজ, সাইফুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।