নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার সকালে নগরীর ৭৩৫ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তায় পৌঁছে গেছে ভোট গ্রহণের ইভিএম সহ সকল নির্বাচনী সামগ্রী। এবার সিটি নির্বাচনে প্রথমবারের মতো সবকটি ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এজন্য সাড়ে ১১ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রত্যেক কেন্দ্রে পৌঁছে গেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ও বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তারা ইভিএমসহ সকল ধরনের নির্বাচনী সরঞ্জাম পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যান।
নির্বাচনী সরঞ্জামাদি বিতরণস্থল পরিদর্শন করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান। এসময় তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন। এবার ব্যালট না থাকায় খুব দ্রুত নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যায়। কেন্দ্রে নিয়ে ইভিএমগুলো পরীক্ষা করে দেখা হয়েছে। যাতে ভোট গ্রহণের শুরু থেকে কোনো সমস্যা না হয়।