ভোটই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ, স্মরণসভায় হুম্মাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা গতকাল শনিবার উপজেলার কাদেরনগর এলাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ভোটই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানের শীষ প্রতীকে সবার সমর্থন চান। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। এসময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড়ছেলে ফয়েজ কাদের চৌধুরী, বিএনপি নেতা কাজী এম এন আলম, শওকত আলী নুর, অধ্যাপক মো. মহসিন, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী মিনা, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আমিন তালুকদার, মাহাবুব ছাফা, নিজামুল হক তপন, ইউসুফ চৌধুরী, মুরাদ চৌধুরী, খোরশেদ আলম হেলাল উদ্দিন শাহ, এখতেয়ার হোসেন, মো. মসিউদ্দৌলাহ, আবছার চৌধুরী, আনছুর উদ্দিন, মাসুদ চৌধুরী, ফারুকুল ইসলাম প্রমুখ। শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর রূহের মাগফেরাত এবং দেশের শান্তিসমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাহাবায়ে কেরামকে যারা মানবে না, তারা বাতিল ও বিভ্রান্ত
পরবর্তী নিবন্ধমহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর