সয়াবিন তেল আমাদের দেশে রান্নার এক অপরিহার্য উপকরণ। ধনী-গরীব সবাই রান্নায় এই তেল ব্যবহার করে। এই বছরের শুরু থেকেই সয়াবিন তেলের দাম উর্ধ্বমুখী। যার ফলে দিন এনে দিন খাওয়া গরীব মানুষের জন্য এই ভোজ্য তেল ক্রয় করা যেন এক প্রকার সাধ্যের বাইরে। তবুুও বেশি দাম দিয়ে ক্রয় করা ছাড়া কোনো উপায় নেই। সয়াবিন তেলের দাম বেশি কেন? দেশে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামালের সংকট? নাকি তেল সরবরাহের সমস্যা? নাকি অবৈধ গুদামজাতের কারণে সয়াবিন তেলের দাম বেশি? আবার এখন আসন্ন রমজান মাসকে সামনে রেখে সয়াবিন তেলের দাম আরো বাড়ানো হয়েছে। ধনীরা বেশি দাম দিয়ে ক্রয় করতে পারবে কিন্তু গরীবরা? তারা কি না খেয়ে থাকবে? সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা গুরুত্বসহকারে নিয়ে ভোজ্য তেলের দাম উর্ধ্বমুখী হওয়া রোধ করতে হবে, না হলে গরীবদের ক্রয় সামর্থ্যের বাইরে গেলে গরীবরা নিদারুণ অর্থ সংকটে ভুগবে। অতএব সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন আপনারা বিষয়টি আমলে নিয়ে সয়াবিন তেলের দাম উর্ধ্বমুখী হওয়া রোধ করুন।
মো: জোবাইদুল ইসলাম
শিক্ষার্থী, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা
মিরসরাই, চট্টগ্রাম।