ভোজ্যতেলের বাজার গরম হয়ে ওঠায় রোজার আগে পরিস্থিতি সামলাতে দুই পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। সয়াবিন তেল ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায় এবং ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত গতকাল সোমবার বিকালে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। খবর বিডিনিউজের।
এর আগে দুপুরে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, আমদানি করা কাঁচামাল দিয়ে স্থানীয় পর্যায়ে সয়াবিন তেল পরিশোধন করার সময় যে ভ্যালুয়েশন হয় এর ওপর ১৫ শতাংশ শুল্ক রয়েছে। এরপরে রয়েছে বিপণন পর্যায়ের ৫ শতাংশ শুল্ক। এই দুই ধরনের শুল্ক পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা আসছে। তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সয়াবিন তেলের আমদানি পর্যায়েও ১৫ শতাংশ শুল্ক রয়েছে। মূলত সেটাই দাম বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিটি গ্রুপের বিপণন বিভাগের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, যে প্রক্রিয়ায় ভ্যাট প্রত্যাহার করা হয়েছে তাতে মিল পর্যায়ে মাত্র ৩ টাকা দাম কমতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আমদানি পর্যায়ে ও ভ্যাট প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে আমরা শুনতে পেয়েছি। সেটি কার্যকর করা গেলে দাম অনেকটা কমবে।