ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির প্রবণতাকে যে কোনো মূল্যে রুখতে হবে : সুজন

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গুজব ছড়িয়ে ভোগ্যপণ্য পরাশক্তিরা জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সুজন বলেন রাশিয়া-ইউক্রেন আক্রমণের সাথে সাথেই দেশের ভোগ্যপণ্য পরাশক্তিরা অহেতুক বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। যেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধটি তাদের জন্য আশীর্বাদ হয়ে ফিরে এসেছে। তাদের এহেন মনোভাব রাষ্ট্রদ্রোহিতার সামিল। এ অপরাধে তাদের কঠোরতম শাস্তি আজ সচেতন জনসাধারণের প্রাণের দাবি। তিনি বলেন, রাশিয়া কিংবা ইউক্রেন থেকে ব্যবসায়ীরা বড় ধরণের ভোগ্যপণ্য আমদানি না করলেও শুধুমাত্র গুটি কয়েক ব্যবসায়ী তাদের লোভী স্বার্থ চরিতার্থ করার জন্য ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করে জনগণকে কষ্ট দিচ্ছে। দেশের বৃহৎ পাইকারি বাজারগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে। যুদ্ধ শুরু হতে না হতেই এক রাতের ব্যবধানে হু-হু করে বাড়ছে ভোগ্যপণ্যের বাজার। আর দাম বৃদ্ধির এ প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সাধারণ ভোক্তাদের উপর। এতে দিশেহারা হয়ে পড়ছে নাগরিকগণ।
তিনি বলেন, আমরা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ জানাবো দাম বৃদ্ধির এ প্রবণতাকে যে কোন মূল্যে রুখতে হবে। সুজন এ অবস্থায় অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে সাথে নিয়ে বিকল্প বাজার থেকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. আফছারুল আমিনের পক্ষে অনুদানের চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধদৃষ্টি চট্টগ্রামের বিতর্ক অঙ্গনকে সমৃদ্ধ ও গৌরবান্বিত করেছে