ভোগবাদিতা ও বৈষয়িকতার জন্য দেশ ও সমাজ এগোতে পারছে না

আইআইইউসির ইএল-ইএলটি বিভাগের ওরিয়েন্টশনে ভিসি

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ভোগবাদিতা ও বৈষয়িকতার জন্য দেশ ও সমাজ এগোতে পারছে না। শিক্ষার্জন বিফলে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেবল শিক্ষিত হওয়া নয়, মানুষ হতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর একটি রেস্তোরাঁয় আইআইইউসির ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার (ইএলএল) বিভাগ আয়োজিত মাস্টার্স প্রোগ্রামের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইএলএল বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদার সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, কলা ও মানবিক অনুষদের ডীন মো. ইয়াসিন শরীফ, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম (অব.) এবং ইনস্টিটিউট অব ফরেইন ল্যাংগুয়েজেসের ডিরেক্টর মো. ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইএলএল মাস্টার্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ। ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সোহরাব হোসেন, মোহাম্মদ আলী, নাঈমা জাহান ও নাজিফা তাসনিম। প্রধান অতিথি আরো বলেন, ইংরেজি বিশ্বভাষা। জ্ঞানার্জনের জন্য ইংরেজী ভাষা রপ্ত করার কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আইনজীবীদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধসোনালী আঁশের অতীত ফিরিয়ে আনতে কাজ করতে হবে