কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে ২দোকানির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে সংস্থাটি।
গতকাল শনিবার বরইছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর রাঙামাটি জেলার সহকারী পরিচালক রানা দেবনাথ। অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে, করিম স্টোরকে ২ হাজার টাকা এবং মা ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তুষার স্টোর নামে একটি দোকানে বিষাক্ত হাইড্রোজেন পাওয়া যাওয়া, পরে মালিককে সতর্ক করা হয় এবং জনসম্মুখে তা ধ্বংস করা হয়।