ভোক্তা আইনে কাপ্তাইয়ের ২ দোকানির জরিমানা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে ২দোকানির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে সংস্থাটি।

গতকাল শনিবার বরইছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর রাঙামাটি জেলার সহকারী পরিচালক রানা দেবনাথ। অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে, করিম স্টোরকে ২ হাজার টাকা এবং মা ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তুষার স্টোর নামে একটি দোকানে বিষাক্ত হাইড্রোজেন পাওয়া যাওয়া, পরে মালিককে সতর্ক করা হয় এবং জনসম্মুখে তা ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাব চট্টগ্রামের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধউপদেষ্টা ফারুক-ই-আজম সকাশে চাটগাঁ ভাষা পরিষদ নেতৃবৃন্দ