ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:৪৭ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে গতকাল শনিবার বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, মো. আনিছুর রহমান এবং চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নাসরিন আকতার। এছাড়া কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপের পাশাপাশি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বাজার তদারকিকালে দেখা গেছে, পাইকারীতে আলু বিক্রি হচ্ছে ৪৭৪৮ টাকা এবং খুচরায় বিক্রি হচ্ছে ৫৫৬০ টাকায়, ডিম প্রতি ডজন ১৪৫১৫০ টাকায়, ব্রয়লার মুরগি ১৬০১৬৫ টাকায়, গরু অথবা মহিষের মাংস বিক্রি হচ্ছে ৭০০৯০০ টাকায়, বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধ৫ দিন পর খাগড়াছড়ি সদর মডেল থানার আংশিক কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধকোর্টহিলের প্রবেশমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ