১৪ অক্টোবর রাত সাড়ে ৩টা। গভীর ঘুমে আচ্ছন্ন সবাই। ওই সময় কক্সবাজারের খুরুশকুল কুলিয়া পাড়া এলাকার রুল্লা খাল ব্রিজের পাশে একদল ডাকাত পরিকল্পনা করছিল লোকালয়ে হানা দেওয়ার। তাঁদের সাথে ছিল বিপুল দেশীয় অস্ত্র।
এই খবর জানতে পেরে বিশেষ অভিযান চালায় র্যাব-১৫। র্যাবের উপস্থিতি টের পেয়ে দিকবিদিক পালাতে থাকে। এসময় ডাকাত দলের ১৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়। অন্ধকারের সুযোগ কাজে লাগিয়ে পালিয়ে যায় আরও ৩/৪ জন ডাকাত। পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রামদা, ২টি কিরিচ, ২টি ছোরা, ৩টি কাটার, ৬টি স্মার্ট ও ৬টি বাটন ফোন এবং নগদ ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী। তিনি বলেন, ফয়জুল্লা মেম্বারের প্রজেক্ট থেকে তাঁদের গ্রেফতার করা হয়। চক্রটি ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল। এছাড়াও ইতিপূর্বে তাঁরা কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধ সংঘঠিত করে আসছিল। তাঁদের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন থানায় অস্ত্র আইন, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরিসহ কমপক্ষে ১৩টির অধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা একাধিকবার করে গ্রেফতারও হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত চক্রের সদস্যরা হলেন, খুরুশকুল কুলিয়া পাড়ার মৃত কালা মিয়ার পুত্র শের আলী, একই এলাকার আবদুল শুক্কুরের পুত্র শামসুল আলম, পূর্ব হামজার ডেইলের রিপন দের পুত্র জুয়েল দে, রুমালিয়ার ছড়ার মৃত শামসুল আলমের পুত্র মো. নেজাম, পশ্চিম মাছ বাজার রাখাইন পাড়ার মংডেলের পুত্র চলা, সৈকত পাড়ার মৃত মেকানিক নজরুল ইসলামের পুত্র মো. খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ, পাবনা জেলার নতুন বারেন্দা আকবাগসোগার আনিছুর রহমানের পুত্র মো. আজাদী হাসনাত শাওন, সমিতি পাড়ার সোনা মিয়ার পুত্র মোহাম্মদ সোহেল, কলাতলী দক্ষিণ আদর্শ গ্রামের শফি আলমের পুত্র মো. শাহজাহান, ফুলবাগ সড়কের রমিজ আহম্মদের পুত্র ওয়াহিদ, মোহাজের পাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র রহিম উল্লাহ, চরপাড়ার মো. সিরাজের পুত্র মো. রুবেল ও মহেশখালী পুটিবিলার রহমত উল্লাহর পুত্র আশিক উল্লাহ।