ভেসে উঠলো সাম্পান মাঝির মরদেহ

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে নিখোঁজ সাম্পান মাঝি জাবেদ আহমেদ (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী হামির চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাবেদ আহমেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দানু মেম্বার বাড়ির মৃত শরীফ আলীর পুত্র। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর বাংলানিউজের।

গত ৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে জাহাজের সঙ্গে নোঙর করা ইঞ্জিনচালিত কাঠের নৌকা ছুটে গেলে সেটি আটকাতে নদীতে ঝাঁপ দেন মাঝি জাবেদ। এরপর নৌপুলিশ ও স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি। অবশেষে একই স্থানে তার মরদেহ ভেসে ওঠে। সদরঘাট নৌ থানার ইনচার্জ মো. একরামুল হক বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ১
পরবর্তী নিবন্ধজেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব