ভেসে আসে কদমী সুবাস

রূপক কুমার রক্ষিত | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আকাশে মেঘবালিকার বিদীর্ণ ছোটাছুটি

তেজস্বী হাওয়ার দুর্ধর্ষ কষাঘাতে

মেঘের গুরুগুরুম আর্তনাদ।

বেসামাল তুমুল গর্জনে,

আষাঢ়ের আর্দ্র দেহ ছিড়ে

ঝেঁপে ঝেঁপে অঝোরে ঝরে

ঝড়ো অশ্রুপাত।

গুমোট অভিমানে, নিরন্তর অন্তর ক্ষয়ে,

সহস্র বরষার ধারা

অকাতরে ভাসিয়ে নিয়ে যেতে চায়,

শ্রান্ত ক্লান্ত স্বপ্নগুলোর

দুখাবেশ সব ধুয়ে মুছে।

মহাকালের প্রশান্তি ছেদ করে,

নীরবতার কান জুড়ে অজস্র কান্নার শব্দে

বিষণ্নতার বিষণ্ন কোলাহল

দুখ প্লাবনের গা ঘেঁষে

কদমী সুবাস ভেসে ভেসে আসে।

পূর্ববর্তী নিবন্ধরুখে দাঁড়াও
পরবর্তী নিবন্ধবিষাদ