ভেসে আসা কাঠ নিয়ে সংঘর্ষ, ফটিকছড়িতে যুবক নিহত

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

খালে ভেসে আসা সেগুন কাঠ নিয়ে দ্বন্দ্বে ফটিকছড়িতে দুই পক্ষের সংঘর্ষে নঈম উদ্দীন নয়ন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে ধর্মপুর ইউনিয়নের কুলালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন খিরাম হচ্ছারঘাট এলাকার জাবেদুল আলমের ছেলে।

জানা যায়, খিরামধর্মপুর সীমান্তে সর্তা খালের পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা সেগুন কাঠ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের কিরিচের আঘাতে নয়নের মৃত্যু হয়। ৯৯৯ খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা বলেন, ৯৯৯ খবর পেয়ে রাতে নিহত নয়নের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেম করতে পাঠানো হয়। নিহতের স্ত্রী তানজু মনি বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন আশরাফুল আলম আরজুকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাউজানে দুস্থ নারীদের সেলাই মেশিন দিলেন এমপি ফজলে করিম