ভেপ্পাপাড়া ছড়ার মুখের ধস আরো বড় হচ্ছে

কাপ্তাই-রাঙামাটি সড়ক

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

কাপ্তাইরাঙামাটি সড়কের ভেপ্পাপাড়া ছড়ার মুখে সৃষ্ট ধস দিন দিন বিশালাকার ধারণ করছে। সড়কের পাশের প্রায় ৩০ ফুট পরিমাণ মাটি নিচের দিকে ধসে পড়েছে। এর ফলে সড়কে যান চলাচল হুমকির মুখে পড়েছে।

গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাপ্তাই থেকে রাঙামাটি যাবার পথে ভেপ্পাপাড়া ছড়ার মুখে সড়কের ডান পাশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ঐ ছড়ার নিচে প্রায় ১৫০ ফুট গভীরে বিশালাকারের একটি গিরিখাদ রয়েছে।

স্থানীয় প্রকাশ কান্তি চাকমা জানান, মাত্র এক বছর আগে সড়ক ও জনপথ বিভাগ এই সড়কটি সংস্কার করে। সড়কের যে অংশে ভাঙন দেখা দিয়েছে তার নিচে একটি ড্রেন রয়েছে। বৃষ্টির সময় পুরো এলাকার পানি এই ড্রেন দিয়ে গড়িয়ে ছড়ার গিরিখাদে পড়ে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক গত বছর সড়ক সংস্কারের সময় সড়কের পাশে গর্তের উপর সিমেন্ট, বালু এবং লোহার রড দিয়ে মাটির উপর প্রলেপ করে দেয়। প্রলেপ করার পর দেখতে সড়কটি কার্যত সুন্দর ও দৃষ্টিনন্দন হয়েছিল। কিন্তু প্রলেপের নিচে মাটি ভরাট করা হয়নি। শূন্যের উপর ঝুলে থাকা সিমেন্টের প্রলেপ আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং সাম্প্রতিক বৃষ্টির সময় প্রলেপের নিচ থেকে মাটি সরে যায়। ফলে পুরো প্রলেপ দেওয়া অংশটি ধসে পড়ে। স্থানীয়রা জানান, এই সড়কের উপর দিয়ে বাস, ট্রাকসহ প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। বর্তমানে ভাঙন অংশটুকু যেভাবে হুমকির মধ্যে রয়েছে তাতে মনে হচ্ছে অচিরেই ভাঙন আরও বৃদ্ধি পাবে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ভাঙন কবলিত সড়কের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ অবগত রয়েছে। ভাঙনকবলিত স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে সড়ক সংস্কারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এক সপ্তাহের মধ্যে সড়কটি পুরোপুরি সংস্কার কাজ সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধছাপানো হলেও বিতরণ হয়নি সাড়ে ১২ লাখ স্মার্ট কার্ড
পরবর্তী নিবন্ধনিখোঁজের পাঁচদিন পর ডোবায় মিলল প্রবাসীর গলিত লাশ